বার্সেলোনায় কাপড়ের সমাহার নিয়ে “রোস প্যাটাল’স বাই তাইফা” প্রতিষ্ঠানের উদ্বোধন
- আপডেট সময় : ০৪:২৯:১২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ৩১৩ বার পড়া হয়েছে
স্পেনের বার্সেলোনায় বাংলাদেশী অধ্যুসিত দেশী বিদেশী নামকরা সব ব্রান্ডের কাপড়ের সমাহার নিয়ে দ্বিতীয় শো রুম শুভ উদ্বোধন হয়েছে “রোস প্যাটাল’স বাই তাইফা” নামের প্রতিষ্ঠানের । স্হানীয় কাইয়ে কারেতাসে এই প্রতিষ্ঠানের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বার্সেলোনায় নিযুক্ত অনারারী কন্সুলার রামন পেদ্র বারনাউস । এসময় উপস্হিত ছিলেন কমিউনিটি নেতা আব্দুল বাছিত কাওছার,লুৎফুর রহমান সুমন,ফয়ছল মোল্লা,মোহাম্মদ কামরুল,আবু জাফর মাসুদ,সোহেল খাঁন, “রোস প্যাটাল’স বাই তাইফা”র সত্ত্বাধিকারী তাইফা রাহমান শারমিন, আরিফ রাহমান রুবেল সহ কমিউনিটি ব্যক্তিবর্গ । উদ্বোধনী পূর্বে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া পরিচালনা করেন শাহজালাল জামে মসজিদের ঈমাম হাফিজ ক্বারী মোঃ আব্দাল হোসাইন ও হাফিজ ক্বারী ফরহাদ আহমদ ।
“রোস প্যাটাল’স বাই তাইফা” সত্ত্বাধিকারী তাইফা রাহমান শারমিন বলেন, আমি বার্সেলোনা শহরে একবছর আগে কাপড়ের ব্যবসা শুরু করি। বর্তমানে সম্পুর্ন নতুন আঙ্গিকে দেশি বিদেশি নামকরা সব ব্র্যান্ডের কাপড়ের সমাহার নিয়ে শুরু করলাম “রোস প্যাটাল’স বাই তাইফা” নামক একটি কাপড়ের দোকান।
আমরা এই ব্যবসায় সততা ও নিষ্ঠার সাথে সকলের সেবায় নিয়োজিত থাকব। দেশি বিদেশি পণ্য সুলভমূল্যে ক্রয়ের জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ছোট-বড়, নারী-পুরুষ সব শ্রেণীর ক্রেতাদের পছন্দের ও উন্নত ব্র্যান্ডের ভালো মানের কাপড় সরবরাহের লক্ষ্যেই আমাদের পথচলা।
তাইফা রাহমান শারমিন আরও বলেন, আমরা সবসময়ই আপনাদের পাশে আছি। আমাদের দোকানে নিত্য নতুন কালেকশন রয়েছে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের উন্নত মানের সকল প্রকার আইটেম আপনাদের কাছে পৌঁছাতে চাই। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আমরা সব বয়সী নারী-পুরুষদের ভালো মানের ও উন্নত ব্র্যান্ডের কাপড় বাজারজাত করছি। আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।