বার্সেলোনায় আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রঃ) এর ১৬ তম বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল

- আপডেট সময় : ০৩:০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪ ৪২২ বার পড়া হয়েছে
উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন, রঈসুল কুররা ওয়াল মুফাসসিরীন, উস্তাযুল মুহাদ্দিসীন, সুলতানুল আরিফীন হযরত মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (র:) এর ১৬ তম বার্ষিক ঈসালে সাওয়াব উপলক্ষ্যে মিলাদ ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গত ৮ই জানুয়ারী সোমবার বার্সেলোনার লতিফিয়া ফুলতলী জামে মসজিদে মসজিদ পরিচালনা কমিটির সাধরারণ সম্পাদক সদরুল ইসলামের পরিচালনায় ও মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আব্দুল জলিল সভাপতিত্বে লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র মো. তাহফিজুল ইসলামের কোরআন তেলাওয়াত এবং মো. মহিউদ্দীন অভির নাতে রাসুল (সাঃ) পাঠের মাধ্যমে মাহফিল শুরু হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক এবং গবেষক হযরত মাওলানা হাফেজ মারজান আহমদ চৌধুরী ফুলতলী। এ সময় তিনি ইসলামের বিভিন্ন নসিয়তমুলক বক্তব্য পেশ করেন এবং লতিফিয়া ফুলতলী জামে মসজিদটি ফ্রিহোল্ড করতে মসজিদ পরিচালনা কমিটির পক্ষে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সহযোগীতা কামনা করেন। ইসালে সওয়াব মাহফিলে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম, খোকন উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুস শহীদ, নজরুল ইসলাম আবির, আলী আকবর, হাফেজ হিফজুর রহমান, সাবেক ইমাম হাফিজ মহিবুর রহমান, সাবেক ইমাম হাফিজ আমির হোসেন, মাওলানা নাজিমুল ইসলাম,কমিউনিটি ব্যক্তিত্ব তুতিউর রহমান,আব্দুল কাদির,আবু জাফর মাসুদ,সিদ্দিকুর রহমান সহ ধর্মপ্রান মুসল্লিরিরা।
বাদ আসর থেকে শুরু হওয়া এ মাহফিল বাদ এশায় মিলাদ এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।