সংবাদ শিরোনাম ::
বাগেরহাটে এক বিষ্ময়কর ছাগল-ছানার জন্ম
আব্দুল আউয়াল, বাগেরহাট
- আপডেট সময় : ০৭:৪০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১ ৭৮২ বার পড়া হয়েছে
বাগেরহাটের ফকিরহাটে এক বিষ্ময়কর ছাগল-ছানার জন্ম হয়েছে। ৬ই এপ্রিল মঙ্গলবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের পাগলা শ্যামনগর গ্রামের শেখ মিজানুর রহমানের বাড়ীতে ওই ছাগল-ছানার জন্ম হয়। জানা গেছে, মিজানুর রহমানের গৃহপালিত একটি ছাগল মঙ্গলবার ভোর রাতের দিকে পরপর দুটি ছাগল-ছানা প্রসব করে। এর মধ্যে প্রথম প্রসব করা ছাগল-ছানাটি আট-পা নিয়ে জন্ম গ্রহণ করে। অস্বাভাবিক আকৃতিতে জন্ম নেয়া ছাগল ছানাটি অবশ্য জন্ম নেবার কিছুক্ষণ বাদে মারাও যায়। গৃহকর্তা শেখ মিজানুর রহমান জানান, ছাগলের অন্য ছানাটি জীবিত আছে ও সুস্থ আছে। বিষ্ময়কর আকৃতির ছাগল-ছানাটি এক নজর দেখতে পাগলা শ্যামনগর গ্রামের ওই বাড়ীতে দুপুর অব্দি উৎসুক জনতার ভীড় লেগেছিল।