বাংলা স্কুল বার্সেলোনার মহান বিজয় দিবস পালন
- আপডেট সময় : ০২:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ৪৮২ বার পড়া হয়েছে
স্পেনের বার্সেলোনায় বাংলা স্কুল এর উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) স্থানীয় এস্কুয়েলা দে রবেনদারিয়ার একটি হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
বার্সেলোনা বাংলা স্কুল পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সেলর রামন পেদ্র বেরনাউস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা স্কুলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমদ। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহেদুল সুহেদ, অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি আলা উদ্দিন হক নেছা, শাহজালাল জামে মসজিদের সহ সভাপতি আব্দুল বাছিত কয়ছর, বাংলা স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি আওয়াল ইসলাম, বাংলা স্কুলের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, শফিকুর রহমান, শফিকুল ইসলাম, বার্সেলোনা বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজী, স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি সাজিদ রহমান, আব্দুল ওহাব, মান্না প্রমূখ।
বিজয় দিবসের আলোচনায় বক্তারা মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং প্রবাসে বেড়ে ওঠা বাঙালি নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয়া ও সর্বোপরি বাংলা ভাষা শিক্ষা প্রদান করার জন্য বার্সেলোনা বাংলা স্কুলের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বাংলা স্কুলের শিক্ষিকা শিক্ষিকা মাসুদা পারভিন, শাহানা ইয়াসমিন, শাবরিন জাহান পুতুলের তত্ত্বাবধানে স্কুলের শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন স্পেন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন ও সদস্য সালাহ উদ্দিন। পরে বিজয়ীদের হাতে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন।