তুরস্কে বাংলাদেশের উদ্ধারকর্মীরা এক নারীকে জীবিত এবং ৪ জনের মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার ১২ সদস্যের উদ্ধারকারী দলে থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনমনি শর্মা এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।
ভুমিকম্পে ধ্বসে পড়া তুরস্কের ধ্বংসস্তুপ থেকে এখনো উদ্ধার হচ্ছে মরদেহ। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে আসছে জীবিত উদ্ধারের আশা।
বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল বুধবার রাত ১০ টার দিকে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের ১২ সদস্য তুরস্কের উদ্দেশে রওনা দেন। বৃহস্পতিবার রাত পৌঁনে ৯টার দিকে আদানা মিলিটারি এয়ার বেইসে পৌঁছায়। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।
১২ সদস্যের উদ্ধারকারী দলের উপ-সহকারী পরিচালক ফয়সালুর রহমানের মিডিয়া বার্তায় জানান, ভবন ধ্বসে চাপা থাকা মানুষকে উদ্ধারে চেষ্টায় বাংলাদেশ থেকে যাওয়া উদ্ধারকর্মীরা কাজ করছেন।