বন্ধুসুলভ মহিলা সংগঠনের উদ্যোগে বিজয় দিবস ও সংগঠনের বর্ষপূর্তি উদযাপন
- আপডেট সময় : ০৩:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ৩২২ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের মাসে আনন্দ উৎসব এবং সংগঠনের বর্ষপূর্তি পালন করেছে স্পেনের বন্ধুসুলভ বাংলাদেশ মহিলা সংগঠন, কাতালোনিয়া। ২১শে ডিসেম্বর, বৃহঃবার বার্সেলোনার মধুর কেন্টিনে অনুষ্ঠিত হয় এ উৎসব। উৎসবে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিউলি আক্তার। সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিগারের সঞ্চালনায় অনুষ্ঠিত উৎসবে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি খাদিজা আক্তার মনিকা, সহ সভাপতি কাকলি সাগর, নুপুর, সোনিয়া পারভীন, সহ সাধারণ সম্পাদিকা দিবা বাপ্পি, সাংগঠনিক সম্পাদিকা হীরা জামান, লাবিবা আক্তার, প্রচার সম্পাদিকা তানিয়া আজাদ, খায়রুন নেছা, নাসরিন আক্তার, মৌসুমী আক্তার, উপদেষ্টা নাজমা জামাল, কেয়া শাহীন, নাজমা আক্তার প্রমুখ। কেক কাটার মধ্যদিয়ে উৎসব অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা জাতির শৃঙ্খল ভাঙার দিন, গৌরবোজ্জ্বল মহাঅর্জন সর্বোপরি দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন কোলতুরাল উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি আলাউদ্দিন হক, বিজনেস ক্লাবের উপদেষ্ঠা নজরুল ইসলাম চৌধুরী, কাতালোনিয়া আওয়ামীলীগের সভাপতি কাজী আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ রুবেল, শান্তাকলমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ কে আজাদ মোস্তফা, অ্যাসোসিয়েশ কোলতুরাল উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সহ সম্পাদক রুপা আলম, শরীয়তপুর জেলা সংগঠনের আশরাফ হোসেন, সহ সভাপতি রুবেল মাদবর, সাগর খান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এমারত মোল্লা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, সদস্য মো. সালাহ উদ্দিন, সাদিয়ান আহমদ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শুভ। নৈশভোজ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।