প্রবাসী সাংবাদিক কবির আল মাহমুদের বাবার ইন্তেকাল
- আপডেট সময় : ০৫:০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১ ১০১৮ বার পড়া হয়েছে
স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য ও বাংলা টিভি’র মাদ্রিদ প্রতিনিধি কবির আল মাহমুদের পিতা মো. আলমাস আলী শনিবার (২৯ মে) সিলেটের বিয়ানীবাজারে দুপুর ১২টা ৩০মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৬ বছর। মো. আলমাস আলী ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক কবির আল মাহমুদের মৃত্যুতে স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, সাধারণ সম্পাদক আফাজ জনি ও সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন,কোষাধক্ষ ফয়জুল হক রানা,প্রচার সম্পাদক লায়েবুর রহমান,সদস্য সালাহ উদ্দিন,সালেহ আহমদ,কাতালোনিয়ার ই আর সি দলের পক্ষ থেকে স্পেনের সংসদ সদস্য ও ইমিগ্রেশন নেতা রবার্ট মাসি নাহার,মাদ্রিস্হ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহ সভাপতি আলআমিন মিয়া ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বার্সেলোনা শাহজালাল জামে মসজিদের সভাপতি সুরুজ্জামান জামান, স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স এর সভাপতি এইচএম রাসেল হাওলাদার ও সাধারণ সম্পাদক মিরণ নাজমুল, ভালিয়েন্তে বাংলা’র সভাপতি মোঃ ফজলে এলাহী ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন,বিয়ানীবাজার জনকল্যান এসোসিয়েশনের সভাপতি লুৎফুর রহমান সুমন,সুনামগঞ্জ এসোসিয়েশন এর সভাপতি মনোয়ার পাশা,স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ূম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক তামিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী, যুব দলের সভাপতি ফয়ছল আহমদ,কমিউনিটি নেতা আব্দুল বাছিত কাওছার, ব্যবসায়ী জাফর হোসাইন, মানবাধিকার কর্মী কামরুল মোহাম্মদ পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।