বার্সেলোনা, স্পেন | মঙ্গলবার , ১৯ অক্টোবর ২০২১ | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. #টপ৯
  2. #লিড
  3. অপরাধ
  4. অভিবাসন
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা
  8. ইউরোপ
  9. ইসলাম ও ধর্ম
  10. এশিয়া
  11. কমিউনিটি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পতিতাবৃত্তি নারীদের দাস বানায়, বিলোপ করব : স্পেনের প্রধানমন্ত্রী

প্রতিবেদক
jonoprio24
অক্টোবর ১৯, ২০২১ ৯:৪৮ পূর্বাহ্ণ

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, পতিতাবৃত্তি নারীদের দাস করে রেখেছে। এই প্রথা বিলোপ করা হবে। রোববার সোশ্যালিস্ট পার্টির তিন দিনের সম্মেলন শেষে বক্তব্য দেয়ার সময় পেদ্রো সানচেজ এ প্রতিশ্রুতি দেন।

স্পেনে প্রতি তিন জনে একজন পুরুষ পতিতাদের কাছে যান। ২০১১ সালে জাতিসঙ্ঘ জানায়, বিশ্বে পতিতাবৃত্তিতে স্পেন তৃতীয় অবস্থানে রয়েছে। স্পেনের আগে শুধু থাইল্যান্ড এবং আমেরিকার পুয়ের্তো রিকো রয়েছে।

স্পেনে বর্তমানে প্রায় তিন লাখ পতিতা রয়েছে। ২০১৯ সালে সানচেজের পার্টি নির্বাচনের আগে মেনিফেস্টো প্রকাশ করেছিল। তাতে পতিতাবৃত্তি নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। এটাকে নারী ভোটারদের আকৃষ্ট করার পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল।

তবে দুই বছর পার হয়ে গেলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

স্পেনসহ ইউরোপের ধনী দেশগুলোতেও ব্যাপকভাবে পতিতাবৃত্তি চালু রয়েছে। সেসব দেশের রেড লাইট সিটির সড়ক দিয়ে হেঁটে যাওয়া খদ্দেরদের দেখে মনে হয়, তারা সত্যিই দাস কেনাবেচার কোনো বাজারে ঢুকেছেন।

দরিদ্র দেশগুলোর মতো সেখানকার পতিতারাও দারিদ্রের কারণে এই পেশায় জড়িয়ে পড়ে বলে বিভিন্ন প্রতিবেদনে স্বীকার করা হয়েছে।

সূত্র : পার্স টুডে

সর্বশেষ - অভিবাসন