নয়াপল্টনে ছাত্রদল-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া
- আপডেট সময় : ০৭:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ ৭৮৪ বার পড়া হয়েছে
রাজধানীতে পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম ও ময়মনসিংহে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে হামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতারা।
বৃহস্পতিবার বিকাল ৫টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে ছাত্রদল।
মিছিল নিয়ে কিছুদূর যাওয়ার পরেই পুলিশ পেছন থেকে ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশকে উল্টো ধাওয়া করে ছাত্রদল নেতাকর্মীরা। ঘটনার কিছুক্ষণ পরে নয়পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল পরিমাণ আইন-শৃঙ্খলাবাহিনী মোতয়ানে করা হয়। এই ঘটনায় পুলিশ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলটির দপ্তরের দায়িত্বে থাকা এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, চট্টগ্রাম ও ময়মনসিংহে হামলার প্রতিবাদে বিকালে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।
পার্টি অফিসের সামনে থেকে মিছিলটি বের হওয়ার কিছুক্ষণ পরে পুলিশ পেছন থেকে অতর্কিত হামলা চালায়। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। এ পর্যন্ত পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।