নিউইয়র্কে শর্তসাপেক্ষে মসজিদে আজানের অনুমতি

- আপডেট সময় : ০৭:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ৪৯৩ বার পড়া হয়েছে
[২] মার্কিন স্বাধীনতা ঘোষণায় দেশটির প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকারের সম্মান জানানো হয়েছে। এই মৌলিক অধিকারের মধ্যে ধর্মীয় স্বাধীনতাও রয়েছে।
[৩] মুসলমানদের জন্যে ইসলাম হচ্ছে একটি জীবন বিধান এবং তাদের পাঁচ ওয়াক্ত নামাজের জন্যে আজান খুব গুরুত্বপূর্ণ। আজান দিতে প্রায় ২ থেকে ৫ মিনিট প্রয়োজন হয় এবং দিনে পাঁচবার স্পিকারের(পিএ সিস্টেম) মাধ্যমে এ আজান দিতে হবে।
[৪] নিম্নে স্থানীয় সময় অনুযায়ি আজানের সময় দেয়া হলো:
ফজর (খুব ভোরে), জোহর (সাধারণত দুপুর ১টা বা ১৩০০ আওয়ার্স), আসর (পড়ন্ত বিকালে ৬টা বা ১৮০০আওয়ার্স), মাগরিব (সূর্যাস্তের সময়) ও এশা (রাত ৮টা থেকে ৯টা বা ২০০০-২১০০ আওয়ার্স)।
[৫] মুসলিম সম্প্রদায়কে নামাজের জন্যে আজানের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিউনিটি কর্মকর্তাদের মসজিদে মসজিদে গিয়ে স্পিকারের মাধ্যমে আজানের বিষয়টি জানানোর নির্দেশনা দিয়েছেন নিউইয়র্ক কমিউনিটি ব্যুরোর ডেপুটি কমিশনার মার্ক স্টুয়ার্ট।
[৬] আজানের আওয়াজ গ্রহণযোগ্য পর্যায়ে থাকতে হবে।
[৭] মুসলিম নেতাদের প্রতিবেশীদের আলোচনা ও সম্পর্ক প্রতিষ্ঠায় করতে উৎসাহিত করতে হবে।
[৮] উপাসনালয় বা মসজিদ কর্তৃপক্ষকে কোন লিখিত অনুমতি নেয়ার প্রয়োজন হবে না তবে বিদ্যমান আইন অনুযায়ি সাউন্ড ডিভাইস ব্যবহার করতে পারবে না।
[৯] আজান প্রচারের ডিভাইস অবশ্যই মসজিদের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং নগরীর পরিবেশ সুরক্ষা বিভাগের নীতি অনুয়ায়ি আজানের আওয়াজ অবশ্যই যথাযথ ডেসিমেলের আওতায় থাকতে হবে।
[১০] সূর্যাস্তের পর এটা ব্যবহার করা যাবে না এবং কেবল সকাল ৯টার পর বা ০৯০০ আওয়ার্স স্পিকার ডিভাইস ব্যবহার করা যাবে।