নারী নির্যাতন (Víctima de violencia de género)
- আপডেট সময় : ১০:৪৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ ১৫১২ বার পড়া হয়েছে
অনুমোদনের ধরণ:
যেসকল মহিলারা পূর্বে বিভিন্নভাবে শ্বাসিত অথবা বিরুপ আচরণের শিকার হয়েছেন এবং বর্তমানে অবৈধ্যভাবে স্পেনে বসবাস করছেন তারা নতুন আইন অনুযায়ী তাদের অভিযোগ আদালতে উপস্থাপন করতে পারেন। আদালতে অভিযোগ নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত অস্হায়ী অনুমোদন পেতে পারেন। আদালতে নিষ্পত্তি হওয়ার পর যদি খারাপ আচরণকারী ব্যক্তি দোষী স্যাবস্ত হয়, তাহলে স্থায়ী অনুমোদন (PERMANENT STAY) পেতে পারেন। এই আইনের আওতায় অপ্রাপ্ত ছেলে-মেয়ে অথবা বিকলাঙ্গ ব্যক্তিরাও আবেদন করতে পারেবন।
প্রয়োজনীতা/শর্তাবলী:
১. আদালতে নারী নির্যাতের মামলা করতে হবে এবং নিম্নে উল্লেখিত যে কোন একটি ডকুমেন্ট প্রদান করতে হবে।
আদালত থেকে প্রাপ্ত প্রতিরক্ষা (প্রটেকশ্ন) এর অর্ডার ।
নারী নির্যাতনের ঘটনা ঘটেছে এই মর্মে ফিসকাল মিনিস্তেরিও থেকে সার্টিফিকেট ।
২. মনে রাখা প্রয়োজন, স্পেনের বসবাস করার (রেসিডেন্স পারমিট) চুড়ান্ত অনুমোদন আদালতের রায়ের পরই প্রদান করা হবে। বলাবাহুল্য, অনুমোদনের সফলতার জন্য আদালতের রায় আপনার অনুকুলে হতে হবে।
৩. আপনি ইউরোপিয়ান ইউনিয়ন (EU) , ইউরোপিয়ান ইকোনোমিক এরিয়া (EEA) কিংবা সুইজারল্যান্ডের নাগরিক হতে পারবেন না।
কি কি কাগজপত্র লাগবে:
১. ফিসকাল মিনিস্তেরিও থেকে প্রাপ্ত সার্টিফিকেট অথবা আদালতের রায়ের কপি।
২. আপনার পাসপোর্ট।
৩. অফিসিয়াল EX-10 আবেদন পত্র যথাযথভাবে পূরণ করে দুই কপি আবেদনকারী কর্তৃক সাক্ষর করত: জমা দিতে হবে।
৪. সকল ডকুমেন্ট ও সার্টিফিকেট এ ফটোকপি জমা দিতে হবে।
৫. কোন ডকুমেন্ট স্প্যানিশ ভাষায় না হলে সেটা অবশ্যই অনুমোদিত অনুবাদকারী প্রতিষ্ঠান থেকে অনুবাদ করে জমা দিতে হবে।
৬. MODELO 790, CÓDIGO 062 EPÍGRAFE 3 যথাযথভাবে পূরণ করত: ১০.৫০ ইউরো ফি প্রদান করতে হবে।
ফলাফল
আদালতের রায়ের পূর্বে আপনাকে সর্বোচ্চ এক বছরের অস্থায়ী অনুমোদন প্রদান করা হবে। আপনার প্রদানকৃত নারী নির্যাতন মামলার রায় স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রনালয়ে পৌঁছানোর ২০ দিনের ভিতরে আপনাকে পূর্বে প্রদানকৃত এক বছর মেয়াদী যে অস্থায়ী অনুমোদন (রেসিডেন্স কার্ড) দেয়া হয়েছিল তা বাতিল করা হবে। আদালতের রায় আপনার অনুকুলে হলে আপনাকে এক সাথে পাচঁ বছরের বসবাসের অনুমোদন দেওয়া হবে। পাচঁ অতিক্রান্ত হলে পরবর্তীতে আপনি স্থায়ী (লারগা ডুরাছিয়ন) বসবাসের জন্য আবেদন করতে পারবেন।
আপনার প্রাথমিক আবেদন যদি গৃহীত হয় তাহলে, অফিসিয়াল চিঠির গ্রহণ করার ৩০ দিনের ভিতরে আপনাকে আংগুলের ছাপ (ফিংগার প্রিন্ট) প্রদান করতে হবে। আংগুলের ছাপ দেয়ার জন্য পূর্ব থেকে অ্যাপয়েন্টমেন্ট এবং EX-17 ফরম পূরণ করে নিকটবর্তী নির্ধারিত ন্যাশনাল পুলিশের অফিসে যেতে হবে।
কার্ডের সাইজ (তামানঞ কারনে্) সদ্য তোলা দুই কপি রঙীন ছবি, সাদা ব্যাকগ্রাউন্ডের নিয়ে যেতে হবে।
আংগুলের ছাপ প্রদানের পরে ঐ অফিস থেকে আপনার একটি ১৫.৪৫ ইউরো-এর পে-মেন্ট স্লীপ (তাছা TASA) দেয়া হবে যা আপনাকে যেকোন ব্যাংকে পরিশোধ করতে হবে।