দ্বৈত নাগরিকত্ব ও স্পেন যেতে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করা যাবে অনলাইনেও
- আপডেট সময় : ০৮:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ৬৩৩ বার পড়া হয়েছে
দ্বৈত নাগরিকত্ব এবং স্পেনে গমনেচ্ছুদের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন অফলাইনের পাশাপাশি অনলাইনেও করা যাবে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতিতে বলা হয়েছে, আগামী ২ মে থেকে অফলাইনের পাশাপাশি বাংলাদেশ থেকে অনলাইনে দ্বৈত নাগরিকত্ব এবং স্পেনে গমেনুচ্ছদের পুলিশ ক্লিয়ারেন্স সনদের আবেদন গ্রহণ করা হবে।
scs.ssd.gov.bd ঠিকানায় ডুয়াল সিটিজেনশিপ এবং পুলিশ ক্লিয়ারেন্স (স্পেন) শিরোনামের লিংক থেকে যথাক্রমে দ্বৈত নাগরিকত্ব এবং স্পেনে গমনেচ্ছুদের পুলিশ ক্লিয়ারেন্স সদনপত্রের আবেদন দাখিল করা যাবে। আবেদনকারীকে তার নিজস্ব ই-মেইল দিয়ে লগ ইন করতে হবে। প্রাপ্ত আবেদনগুলো অনলাইনে নিষ্পত্তির পর সিস্টেম জেনারেটেড একটি মেইল আবেদনকারী ই-মেইলে প্রাপ্ত হবেন।
এছাড়া scs.ssd.gov.bd ঠিকানায় লগ ইন করে কিউআর কোড সম্বলিত ডিজিটাল সদন ডাউনলোড করে সংগ্রহ করা যাবে এবং বিদেশ থেকে অনলাইনে আবেদন গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।