সংবাদ শিরোনাম ::
দুই বাঘ গরম থেকে বাঁচতে লেকের পানিতে

জনপ্রিয় অনলাইন
- আপডেট সময় : ০৩:২১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ ৫০৫ বার পড়া হয়েছে
চরম তাপদাহ চলছে প্রকৃতিতে। উত্তাপে পুড়ছে সারা দেশ। ভ্যাপসা গরমে নাকাল মানুষ। ঘর থেকে বের হওয়ার জো নাই। বাহিরে চোখ মেলা যায়না কাঠফাটা রোদে । চারদিকে যেন আগুনের ফুল্কি উড়ছে। লাগলেই শরীরে পড়বে ফোসকা। গ্রীষ্মের এ গরমে হাসফাস করছে মানুষসহ প্রাণিকুল। বৈশাখের মাঝামাঝিতে প্রচন্ড গরম বিরাজ করছে প্রকৃতিতে। একটু ঠাণ্ডার পরশ পেতে পানি বা শীতল কোনো স্থানে ভীড় করে সবাই একটু স্বস্তির জন্য।
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণিদের মাঝেও গ্রীষ্মের এ উত্তাপের আঁচ লেগেছে ঢের। তাই বাঘসহ বিভিন্ন প্রাণি পার্কের লেকের পানিতে গা ভিজিয়ে শীতল হয়। প্রচন্ড গরম থেকে পরিত্রাণ পেতে পার্কের লেকের পানিতে নেমে পড়ে এ দুটি বাঘ।