জাতীয়তাবাদী পরিবারের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা এবং ইফতার মাহফিল

- আপডেট সময় : ০৪:২৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ৪১২ বার পড়া হয়েছে
স্পেনের বার্সেলোনা জাতীয়তাবাদী পরিবারের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা এবং ইফতার মাহফিল। বার্সেলোনার স্থানীয় একটি রেস্তোরাঁয় ২৯শে মে বিএনপি নেতা হারুন রশীদের সভাপতিত্বে এবং আব্দুল বাতেন মাসুদ, হামিদ রুহেল ও হিমেল জামানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয় এ আয়োজন। ইফতার পূর্ব আলোচনায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী এবং বিশেষ অতিথি কেন্দ্রীয় জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসলাম ফকির লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন বার্সোলনা বিএনপি নেতা খালেদুর রহমান চৌধুরী, রেজাউল করিম শহিদ, কামরুজ্জামান, কাতালোনিয়া যুবদল নেতা ফয়সাল আহমদ মোল্লা, ইফতেকার হোসেন কাশেম, আজমল আলি, মনোয়ার হোসেন, সুমন পায়েল, নজরুল ইসলাম, শফি আলম, আতিকুর রহমান, হেলাল আহমেদ, কাউসার আহমেদ, শিপন আহমেদ, সাইফুল ইসলাম, জাবেদ আহমদ, সাজ্জাদ সালু, রিপন আহমেদ প্রমুখ। ইফতার মাহফিলে বিশ্ব মুসলমানদের শান্তি কামনাসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।