বার্সেলোনা, স্পেন | বুধবার , ১১ আগস্ট ২০২১ | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. #টপ৯
  2. #লিড
  3. অপরাধ
  4. অভিবাসন
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা
  8. ইউরোপ
  9. ইসলাম ও ধর্ম
  10. এশিয়া
  11. কমিউনিটি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

গাড়িসহ নদীতে নিখোঁজ হওয়া নারীর দেহাবশেষ পাওয়া গেল ৪৩ বছর পর

প্রতিবেদক
jonoprio24
আগস্ট ১১, ২০২১ ৭:০২ পূর্বাহ্ণ

আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের কানেক্টিকাট নদী থেকে ৪৩ বছর আগে নিখোঁজ এক নারীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। নদীতে ডুবে যাওয়া একটি গাড়ি থেকে ওই নারীর দেহাবশেষ উদ্ধার করা হয়।

রবিবার (৯ আগস্ট) মার্কিন গণমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রাথমিক তদন্তের পর জানা যায়, ১৯৭৮ সালে নিখোঁজ হন আলবার্টা লিম্যান নামে এক নারী। আলবার্টা ওই বছরের ২৫ জুলাই হারিয়ে যান। সে সময় তার বয়স ছিল ৬৩ বছর।

কয়েক দশক ধরে গাড়িটি পানির নিচে ছিলো বলে ধারণা করছে পুলিশ। ডুবুরিরা বিশেষ যন্ত্রপাতির সাহায্যে গাড়িটি উদ্ধার করেছে বলে নিউ হ্যাম্পশায়ার স্টেট পুলিশ এক ফেসবুক পোস্টে জানিয়েছে।

পুলিশ আরও জানায়, পানির ১৪ ফুট নিচে গাড়িটি উল্টে ছিল। গাড়ির অর্ধেক অংশ নদীর নিচের কাদার মধ্যে ছিল বলে জানা গেছে।

গাড়িটি কীভাবে নদীর নিচে গেল সে ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

সর্বশেষ - অভিবাসন