কুয়েতে সড়ক দুর্ঘটনায় রেমিডেন্স যোদ্ধার মৃত্যু

- আপডেট সময় : ০২:৫৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ৫৯৪ বার পড়া হয়েছে
কুয়েতে সড়ক দুর্ঘটনায় ফাহিম আহমদ (২৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ফাহিম সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার ইউনিয়নের মতিচর গ্রামের আব্দুল জলিলের ছেলে। সোমবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টায় কুয়েতের মাংগাফ এলাকায় সাইকেল চালানো অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ফাহিম। নিহতের চাচাতো ভাই ইমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিগ্ন্যাল ক্রস করার সময় অন্য একটি গাড়ি সাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ফাহিম। ফাহিম একটি কোম্পানিতে কাজ করতো। ডিউটি শেষে পার্টটাইম কাজ করার জন্য বের হলে এই দূর্ঘটনা ঘটে। নিহত ফাহিম আহমদ ছয় বছর আগে কুয়েত এসেছিলেন। দুই মাস ছুটি কাটিয়ে গত বছরের জানুয়ারিতে কুয়েত ফিরছিলেন ফাহিম। চার বোন ও দুই ভাইয়ের মাঝে সে সবার ছোট। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। বর্তমানে ফাহিমের লাশ মর্গে রাখা আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।