কাতালোনীয়া আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
- আপডেট সময় : ০৭:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ৩৫৪ বার পড়া হয়েছে
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্পেনের বার্সেলোনায় আওয়ামী লীগ কাতালোনিয়া শাখার উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪আগষ্ঠ) রাতে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ শোক সভায় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ কাতালোনিয়া শাখার সভাপতি নূরে জামাল খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আমির হোসেন আমুর পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় ১৯৭৫ সালের ১৫ আগষ্ঠে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পবিারের সদস্যদরে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। শোকসভায় বক্তারা বঙ্গবন্ধু হত্যায় জড়িত পলাতক আসামীদের খোঁজে বের করে ও দেশে এনে দ্রুত ফাঁসি কার্যকরের জন্য সরকারের কাছে দাবি জানান। এসময় বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করেই ষড়যন্ত্রকারীরা ক্ষান্ত হয়নি, বাংলাদেশকে আবারো পরাজয়ের শিকলে আবদ্ধ করার পাঁয়তারা করেছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ী কর্মযজ্ঞের কারণে বাংলাদেশ এখন বিশ্বের কাছে এক বিস্ময়। বক্তারা বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঁচাত্তরের পরাজিত শক্তিরা যাতে কোন ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান। বাংলাদেশের উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে, সেজন্য সবাইকে দেশে থাকা আত্মীয় স্বজনদের নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য অনুরোধ করার আহ্বান জানানো হয়।
শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বিজয়, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার মনিকা, সদস্য নাজমা আক্তার, কাতালোনিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হাসান খান কয়েস, য্গ্মু সাধারণ সম্পাদক আরিফ খান রুবেল, নাসির সর্দার, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া আজাদ, প্রচার সম্পাদক রুবেল হোসেন, কাতালোনিয়া যুবলীগের সভাপতি মো. ছালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিশোর, বন্ধুসুলভ মহিলা সমিতির সভাপতি শিউলি আক্তার, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিগার প্রমূখ। সভাশেষে উপস্থিতিদের মাঝে তবারক পরিবেশন করা হয়।