কাতালোনিয়া বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৮:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ৪০৪ বার পড়া হয়েছে
স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) বার্সেলোনার প্লাসা পেদ্র বেপারী রেস্তোরাঁয় বিএনপি কাতালোনিয়া শাখা এ উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপি কাতালোনিয়া শাখার সভাপতি শফিউল আলম শফির সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করেন এবং বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ে দেশে বিদেশে জাতীয়তাবাদে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।
সভায় অন্যান্যের মধ্যে ব্ক্তব্য দেন বিএনপি কাতালোনিয়া শাখার সাধারণ সম্পাদক আজমান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, বিএনপি নেতা শিপলু আহমেদ নিয়াজী, কাতালোনিয়া যুবদলের সাবেক সভাপতি শফিক খান, স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণ শাখার আহ্বায়ক আক্কাস আলী, যুবনেতা ফয়সল আহমেদ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ স্পেন শাখার উপদেষ্টা খালেদুর রহমান চৌধুরী, বিএনপি কাতালোনিয়া শাখার কোষাধ্যক্ষ আবু শাহীন, স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণ শাখার যুগ্ম আহ্বায়ক রেদোয়ান হোসেন, শান্তা কলোমা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ সালু, কাতালোনিয়া বিএনপি নেতা ফরহাদ মীর রাজন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ স্পেন শাখার সভাপতি হামিদ রুহেল প্রমূখ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপি’র উপদেষ্টা মাসুক মিয়া, সহ অর্থ বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, বিএনপি নেতা জাহির উদ্দিন, বেলাল আহমেদ, স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণ শাখার যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাসেল, সদস্য নবীন আহমেদ ফজলু, শাহীন আহমেদ, যুবদল নেতা মোক্তার আহমেদ প্রমূখ।
আলোচনা শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ ক্বারি ফরহাদ আহমদ। পরে নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।