ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
- আপডেট সময় : ০৮:৩৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২ ৪৮৬ বার পড়া হয়েছে
রমজান মাসের প্রথম দিনেই তিনজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।
আজ শনিবার এই ঘটনায় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। নিহতরা ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সদস্য বলে জানিয়েছে পুলিশ। খবর আল-জাজিরার।
পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে ‘বন্দুকযুদ্ধে’ তিন ফিলিস্তিনি নিহত হয়। তারা সম্প্রতি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপে অংশ নিয়েছিলেন। ঘটনার পর ইসরায়েলি বাহিনী চিকিৎসাকর্মীদের ঘটনাস্থলে যেতে দিতে অস্বীকৃতি জানায়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জেনিন থেকে তুলকারেমে যাওয়ার পথে ইসরায়েলি সেনাদের গাড়িতে আক্রমণ করে একটি দল। সেনারা আটকের চেষ্টা করলে তিনজন গুলি চালান। পাল্টা গুলি চালালে তারা নিহত হন। এ ঘটনায় ইসরাইলের চারজন সৈন্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ফিলিস্তিনি মিডিয়া ইসলামিক জিহাদ সংগঠনের একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে সংগঠনটি ইসরায়েলি বাহিনীর হাতে তার সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের তিন সদস্য হত্যার বিষয়টি নিশ্চিত করেছে।