বিশ্বের মুসলিম দেশগুলো ফিলিস্তিনিদের সমর্থনে
ইরান-সিরিয়ার ঐক্যের ডাক

- আপডেট সময় : ১০:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ১২৭ বার পড়া হয়েছে
ফিলিস্তিনিদের সমর্থনে অবস্থান নেয়ার জন্য ঐকমত্যে পৌঁছাতে বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার সাথে সংশ্লিষ্ট বার্তা সংস্থা নুরনিউজের এক প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) এ দুই প্রেসিডেন্ট টেলিফোনে চলমান হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে কথা বলেছেন।
এ সময় ইব্রাহিম রাইসি সিরিয়ার প্রেসিডেন্টকে বলেন, ইসলামী ও আরব দেশগুলোর পাশাপাশি বিশ্বের সকল স্বাধীন জনগণকে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকদের অপরাধ থামতে একটি অবস্থানে পৌঁছাতে হবে। এর আগে, বুধবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে টেলিফোনে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। চীনের মধ্যস্থতায় ইরানের সাথে সৌদি আরব দীর্ঘদিনের বৈরীতার অবসান ঘটিয়ে পুনরায় সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে রাজি হওয়ার পর প্রথমবার টেলিফোনে কথা বলেন তারা।