বার্সেলোনা, স্পেন | সোমবার , ৪ অক্টোবর ২০২১ | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. #টপ৯
  2. #লিড
  3. অপরাধ
  4. অভিবাসন
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা
  8. ইউরোপ
  9. ইসলাম ও ধর্ম
  10. এশিয়া
  11. কমিউনিটি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ইতালিতে বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

প্রতিবেদক
jonoprio24
অক্টোবর ৪, ২০২১ ৫:১৯ পূর্বাহ্ণ

ইতালির মিলান শহরের উপকণ্ঠে একটি প্রাইভেট প্লেন বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে বিমানে থাকা ৮ আরোহীই নিহত হয়েছেন। আজ রবিবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে মেট্রো স্টেশনের ঠিক বাইরেই এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মিলানের লিনেট শহরের বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমানটি সার্ডিনিয়া দ্বীপে যাওয়ার কথা ছিলো। বিমানের সকল যাত্রীই ফরাসি বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় ও দুর্ঘটনার কারণ জানা যায়নি।

ইতালিয় সংবাদ সংস্থা লাপ্রেস প্রাথমিকভাবে ঘটনাস্থলে দমকলকর্মীদের উদ্ধৃতি দিয়ে বলেছে, পাইলট এবং আরোহী সহ আটজন যাত্রী নি’হত হয়েছেন। সকল যাত্রীই ফরাসি বলে ধারণা করা হচ্ছে।

অ’গ্নিনির্বাপণকর্মীরা টুইট বার্তায় বলেছেন, মিলানের কাছের ছোট শহর স্যান ডোনাটো মিলানিসের একটি পাতাল রেল স্টেশনের কাছে রোববার বিকেলের দুর্ঘ’টনায় বিমানের আরোহী ছাড়া অন্য কারও প্রা’ণহানি ঘটেনি।

তারা বলেছেন, বিমান বি’ধ্বস্তের স্থানের পার্শ্ববর্তী একটি পার্কিং লটে থাকা বেশ কয়েকটি গাড়িতে আ’গুন ধরে গেছে। তবে সেসময় যানবাহনগুলোতে কেউ ছিলেন না।

সর্বশেষ - অভিবাসন