ইউরোপিয় নাগরিকরা ব্রিটেনে স্থায়ী হতে সময় পাচ্ছেন আরো ২৮দিন
- আপডেট সময় : ০৭:০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ ৯৩২ বার পড়া হয়েছে
বর্তমান নিয়ম অনুযায়ী ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা ব্রিটেনে বসবাসের জন্য ইউরোপ থেকে এসেছিলেন, তাদের স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনের শেষ সময় চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত। অর্থাৎ ৩০ জুন।
এই সময়ের মধ্যেও যদি কোন ইইউ দেশ সমূহের নাগরিক আবেদন করতে ব্যর্থহন, তাদেরকে ২৮ দিনের নোটিশ দেয়া হবে। হয় তারা ব্রিটেনে থাকার জন্য আবেদন করবেন অথবা বের হয়ে যাবেন। এই সময়ের পরেও যদি কেউ আবেদন করেন তবে তাকে হোম অফিসে এর কারন ব্যাখা করতে হবে। তিনি কেন আবেদন করতে ব্যর্থ হয়েছিলেন। যু’ক্তি সংগত কারন দেখাতে পারলে হোম অফিস তাদের আবেদন বিবেচনা করবে।
এই ঘোষণা আসল যখন আর এক সপ্তাহ সময় রয়েছে ব্রিটেনে স্থায়ী হতে আবেদনের।
বিবিসির রিপোর্টে বলা হয়েছে এ পর্যন্ত ৫.৬ মিলিয়ন ইউরোপিয় নাগরিক ব্রিটেনে স্থায়ী হতে আবেদন করেছেন। তাদের মধ্যে প্রায় ৪ লাখ আবেদন এখনো নিস্পত্তি করা হয়নি। আর কত লোক আবেদন করেনি তারও হিসেব প্রকাশ করা হয়নি।