সংবাদ শিরোনাম ::
আলজাজিরার তথ্যচিত্র সরানোর অনুরোধ বিটিআরসির
জনপ্রিয় অনলাইন
- আপডেট সময় : ১১:০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১ ৭৯২ বার পড়া হয়েছে
আল-জাজিরায় সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক তথ্যচিত্রটি সরিয়ে ফেলতে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে টেলিফোনে ও ই-মেইলের মাধ্যেমে অনুরোধ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় সম্প্রচারিত ওই তথ্যচিত্রটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন হাইকোর্ট। আদালত বিটিআরসিকে বাস্তবায়ন করতে বললে কমিশন এ অনুরোধ পাঠায়।
বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ওই তথ্যচিত্র সরানোর বিষয়ে হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিটিআরসি কনটেন্ট সরানোর বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।