আফগানিস্তানে তারাবির সময় মসজিদে গুলি, ৮ ভাই নিহত

- আপডেট সময় : ০৫:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১ ৯৮০ বার পড়া হয়েছে
রাতে তারাবির নামাজ পড়ার সময় মসজিদে গুলি চালিয়ে একই পরিবারের ৮ ভাইকে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে।
প্রদেশটির মুখ্যমন্ত্রী জিয়াউল হক আলজাজিরাকে বিষয়টি জানিয়ে বলেছেন, জমি নিয়ে ঝামেলার কারণে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কাতারভিত্তিক গণমাধ্যমটি বলছে, নিহতদের মধ্যে ৫ ভাই এবং তাদের ৩ কাজিন রয়েছে।
ওই মুখ্যমন্ত্রী বলেছেন, শনিবার তারাবির নামাজ পড়ার সময় এই গুলির ঘটনা ঘটে। এটিকে তিনি টার্গেট কিলিং হিসেবেও উল্লেখ করেছেন। জমি নিয়ে নিজেদের মধ্যকার কোন্দলের জেরে এই ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আলজাজিরা বলছে, আফগানিস্তানে সাধারণত সামান্য ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটে থাকে। যুগ যুগ ধরে এটি দেশটিতে চলে আসছে।
অবশ্য ওই অঞ্চলে আফগান তালেবানরাও সক্রিয় রয়েছে। যদিও ওই ঘটনার বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।