মাগুরা : জেলার সদর উপজেলার মগির ঢালে পুলিশের সঙ্গে
‘বন্ধুকযুদ্ধে’ ডাকাত সর্দার কামাল (৪০) নিহত
হয়েছে। পরে ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি, একটি দেশি বন্দুক ও দেশীয় অস্ত্র উদ্ধার
করা হয়। গত১৭
জুন রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কামাল সর্দার উপজেলার জগদল ইউনিয়নের
শ্যাওলাডাঙ্গা গ্রামের অফসার সর্দারের ছেলে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল
হুদা বাংলামেইলকে জানান, মাগুরা-যশোর মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছে একদল ডাকাত।
সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডাকাতরা গুলি
ছোড়ে। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি ছুড়লে ডাকাত সরদার কামাল নিহত হয়। ওসি আরও বলেন,
কামাল আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার নামে খুন, ডাকাতি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে
থানায় নয়টি মামলা আছে।
লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে
তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি আজমল হুদা।
Post A Comment:
0 comments: